Amar Sangbad
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫,

মানসিক স্বাস্থ্য লিঙ্গ শ্রেণি বা আয় নির্বিশেষে প্রত্যেককে প্রভাবিত করে : যুক্তরাজ্যের এমপি

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ১৪, ২০২৩, ০১:০৪ এএম


মানসিক স্বাস্থ্য লিঙ্গ শ্রেণি বা আয় নির্বিশেষে প্রত্যেককে প্রভাবিত করে : যুক্তরাজ্যের এমপি

যুক্তরাজ্যের এমপি পল ব্রিস্টো বলেছেন, মানসিক স্বাস্থ্য লিঙ্গ, শ্রেণি বা আয় নির্বিশেষে প্রত্যেককে প্রভাবিত করে। কমনওয়েলথ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরাম বাংলাদেশ 2023-এর অংশ হিসেবে কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য: একটি ইতিবাচক কাজের পরিবেশ তৈরি করা শীর্ষক প্যানেল আলোচনা সভায় বুধবার এ কথা বলেন তিনি। "সংস্কৃতি এবং ব্যবসায় নেতৃত্বও এক্ষেত্রে একটি বড় পরিবর্তন আনতে পারে।" 


ইনস্টিটিউট অফ অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ হেড অফ স্ট্র্যাটেজিক এনগেজমেন্ট অ্যালান স্টিভেনস বলেন, কমনওয়েলথের উচিত তাদের বিশ্বব্যাপী কর্মীবাহিনীকে তাদের কর্মস্থলে সমর্থিত ও ক্ষমতায়ন নিশ্চিত করতে একসঙ্গে কাজ করা। কাউন্সিলর ওয়েন ফিটজেরাল্ডও সেশনে অংশ নেন। 


কর্মক্ষেত্রে, মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্যের মতোই গুরুত্বপূর্ণ। এটি অনুমান করা হয় যে প্রায় ১২ বিলিয়ন দিন প্রতি বছর মানসিক স্বাস্থ্য চ্যালেঞ্জের জন্য হারিয়ে যায়, যা আনুমানিক $ ১ ট্রিলিয়নের সমান।
 

Link copied!