Amar Sangbad
ঢাকা রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫,

আজ থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু, পাবে ১ কোটি পরিবার

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ১৪, ২০২৩, ০৯:৫৩ এএম


আজ থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু, পাবে ১ কোটি পরিবার

আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) থেকে এক মাসের জন্য ১ কোটি নিম্ন-আয়ের পরিবারের মধ্যে মৌলিক চারটি প্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করবে রাষ্ট্রীয় মালিকানাধীন বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

এর আগে বুধবার (১৩ সেপ্টেম্বর) টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির জানান, কার্ডধারী পরিবারের কাছে একটি প্যাকেজ বিক্রি করা হবে। প্রতি প্যাকেজে থাকবে ১০০ টাকা লিটার মূল্যের ২ লিটারের বোতলজাত সয়াবিন তেল, ৭০ টাকা দরের ১ কেজি চিনি, ৬০ টাকা কেজি দরের লাল মসুর ডাল ২ কেজি, ৩০ টাকা দরের ৫ কেজি চাল।

কার্ডধারীরা ডিলারের দোকান বা সিটি করপোরেশন, জেলা ও উপজেলায় নির্ধারিত স্থায়ী ডিলারের কাছে থেকে এসব পণ্য কিনতে পারবেন।

আরএস

 


 

Link copied!