Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

নবীনগরে গ্যাসের দাম নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সেপ্টেম্বর ২০, ২০২৩, ০৪:১৪ পিএম


নবীনগরে গ্যাসের দাম নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে গ্যাসের বাজারদর নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করা হয়েছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) সকাল থেকে উপজেলার বিভিন্ন বাজার ঘুরে এ অভিযান পরিচালনা করেন নবীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান।

এতে সহযোগিতা করেন নবীনগর থানার সাব ইন্সপেক্টর আবু বক্কর সঙ্গীয় ফোর্স। জানা যায়, বাজার নির্ধারিত মূল্যের অধিক দামে গ্রাহকদের নিকট রশিদ বিহীন গ্যাস সিলেন্ডার বিক্রি করায় ভোক্তা অধিকার আইনে ২০ হাজার টাকা।

এছাড়াও হেমলেট বিহীন মোটরসাইকেল চালানো সময় দুইজন মোটরসাইকেল চালককে সড়ক পরিবহন মোটরযান আইনে ৪ শত টাকা অর্থদন্ড করে।

এবিষয়ে নবীনগর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান জানান, গ্যাস সিলিন্ডার ডিলারদের কড়া নির্দেশনা দেয়া হয়েছে রশিদ বিহীন বাজারদরের অধিক মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

এইচআর

Link copied!