Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মঠবাড়িয়ায় ৩৩২ কোট টাকার উন্নয়নকাজের উদ্বোধন

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

সেপ্টেম্বর ২৩, ২০২৩, ০২:১১ পিএম


মঠবাড়িয়ায় ৩৩২ কোট টাকার উন্নয়নকাজের উদ্বোধন

পিরোজপুরের মঠবাড়িয়ায় ৩৩২ কোটি টাকা ব্যয়ে সড়ক ও জনপথ বিভাগের গুরুপ্তপূর্ণ ১৬টি ব্রিজ ও ২৯টি কালভার্ট নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংসদ সদস্য ডা. মোঃ রুস্তুম আলী ফরাজি প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ উপলক্ষে মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অডিটরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূমের সভাপতিত্বে ও প্রভাষক রামীম আহম্মেদের সঞ্চলনায় বক্তব্য রাখেন, সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী মো. রাজিমুল আলম রাজু, উপজেলা জাতীয় পার্টি (এরশাদ) সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম টুকু, যুবলীগ নেতা তৌহিদ মাসুম, সুমন বেপারী প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা মো. জাহাঙ্গীর হোসেন, মঠবাড়িয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার, ওসি (অপারেশন) আব্দুল হালিম, সাংবাদিক আবদুস সালাম আজাদী, মজিবর রহমান, জাতীয় পার্টি সাংগঠনিক সম্পাদক মো. ফজলুল হক, প্রভাষক মোতালেব হোসেন, মো. ফারুক হোসেন, জাতীয় পার্টি নেতা আলী রেজা রঞ্জু সহ স্থানীয় বিভিন্ন জন প্রতিনিধি ও সুধি সমাজের নেতৃবৃন্দ।

পিরোজপুর-পাথরঘাটা অঞ্চলিক মহাসড়কের মঠবাড়িয়া অংশের ১৬টি স্টিলের ব্রিজ ও ২৯টি কালভার্ট বহু বছর ধরে ঝরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। প্রতিনিয়ত ঘটছে ছোটবড় দুর্ঘটনা। এ সড়কটি দিয়ে দেশের অন্যতম মৎস্য আহরণ ও সংরক্ষণ কেন্দ্র বরগুনা জেলার পাথরঘটার গাড়ী মঠবাড়িয়া হয়ে ঢাকা, খুলনা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্তে চলাচল করে। স্টীল ব্রিজ ও পুরতণ কালভার্টগুলো নতুন করে আরসিসি ব্রিজ ও কালভার্ট নির্মাণ হলে এ এলাকার অর্থনৈতিক সাফলের পাশাপাশি সব শ্রেণির লোকজনের সুবিধা হবে।

এআরএস

 

Link copied!