Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বিআরটিএ চেয়ারম্যান

দেশের সড়কে পাঁচ লাখের বেশি মেয়াদোত্তীর্ণ যানবাহন

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ১৭, ২০২৩, ০৫:৪১ পিএম


দেশের সড়কে পাঁচ লাখের বেশি মেয়াদোত্তীর্ণ যানবাহন

দেশের সড়কে পাঁচ লাখের বেশি মেয়াদোত্তীর্ণ যানবাহন রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার। তিনি বলেছেন, এসব যানবাহনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) রাজধানীর বনানীতে বিআরটিএ‍‍`র প্রধান কার্যালয়ে নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

নুর মোহাম্মদ মজুমদার বলেন, সড়ক নিরাপদ করতে হলে সবার সচেতনতা দরকার। সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সচেতন না হলে নিরাপদ সড়ক বাস্তবায়ন আমাদের জন্য চ্যালেঞ্জ হবে।

তিনি বলেন, আমাদের এনফোর্সমেন্ট দুর্বলতা আছে। কারণ বিআরটিএ‍‍`র পর্যাপ্ত ম্যাজিস্ট্রেট নেই। তাহলে কীভাবে আমরা এনফোর্সমেন্ট নিশ্চিত করব। শুধু রাজধানী ঢাকার যানবাহন নিয়ন্ত্রণের জন্য অন্তত ১০০ জন ম্যাজিস্ট্রেট দরকার। কিন্তু আমাদের ম্যাজিস্ট্রেট আছে ৫-৬ জন। এমন প্রেক্ষাপটে সামজিক আন্দোলন গড়ে না তুললে সড়কে নিরাপত্তা নিশ্চিত করা কঠিন।

আরএস

 

Link copied!