Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে শেখ রাসেল দিবস পালিত

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

অক্টোবর ১৮, ২০২৩, ১২:২০ পিএম


পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে শেখ রাসেল দিবস পালিত

শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম ঐতিহ্য সংরক্ষণ ও গবেষণা কেন্দ্র প্রাঙ্গণে শেখ রাসেল দিবস উদযাপিত হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৮ টায় যথাযোগ্য মর্যাদায় শেখ রাসেল স্মৃতি প্রতিকৃতিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ও পার্বত্য সচিব মো. মশিউর রহমান এনডিসি। এসময় মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শেখ রাসেল দিবস উদযাপন অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মশিউর রহমান এনডিসি।

এসময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. আমিনুল ইসলাম, যুগ্ম সচিব (উন্নয়ন) মো. হুজুর আলী, যুগ্ম সচিব সজল কান্তি বনিক, উপসচিব মালেকা পারভীন, উপ সচিব আবু রাফা মোহাম্মদ আরিফ, মন্ত্রীর একান্ত সচিব মো. লিয়াকত আলী খান, উপসচিব মো. আলাউদ্দিন চৌধুরী, সচিবের একান্ত সচিব মো. শফিকুর আলম উপস্থিত ছিলেন।

শেখ রাসেল দিবস-২০২৩ উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে কেক কাটা হয়। পরে  সকাল সাড়ে ১১ টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এআরএস

Link copied!