Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ধর্ম প্রতিমন্ত্রী

শেখ রাসেল দিবসের প্রেরণায় বর্তমান প্রজন্মের উন্নয়ন করতে হবে

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ১৮, ২০২৩, ০৭:৩৬ পিএম


শেখ রাসেল দিবসের প্রেরণায় বর্তমান প্রজন্মের উন্নয়ন করতে হবে

‍‍`শেখ রাসেল দিবসের প্রেরণায় বর্তমান প্রজন্মের উন্নয়ন করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী‍‍`র নেতৃত্বে স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক গড়তে এ দিবসকে ব্যবহার করে শিশুদের অধিকার নিশ্চিত করতে হবে। এদেশ আজ ডেল্টাপ্ল্যান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র মতো মেগাপ্রকল্পগুলোর মধ্য দিয়ে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। একটি  অসাম্প্রদায়িক ও উন্নত দেশগঠনে বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে চলছেন।‍‍`

আজ রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ‍‍`শেখ রাসেল দিবস‍‍`-২০২৩ উদযাপন উপলক্ষ্যে আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতাকালে ধর্ম প্রতিমন্ত্রী মো: ফরিদুল হক খান, এমপি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী ফরিদুল হক খান আরও বলেন, ‍‍` জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির মুক্তির জন্য সারাজীবন সংগ্রাম করেছেন। ১৫ আগস্ট জাতিকে পিতাহারা করতে এ জঘন্যতম হত্যাকান্ড করেছিলো। সকল ধর্মের অধিকার প্রতিষ্ঠা করতে বঙ্গবন্ধু  সংবিধানে ধর্ম নিরপেক্ষতা মূলনীতি করেছিলেন।‍‍`

অনুষ্ঠানে এ দিবস ও সাম্প্রদায়িক সম্প্রীতিকে উপজীব্য করে আলোচনা শেষে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।এসময় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ: হামিদ জমাদ্দার, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক আনিসুর রহমান সরকার,ড. সৈয়দ শাহ ইমরানসহ ইসলামিক ফাউন্ডেশনের  কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সম্মানিত আলেমবৃন্দ উপস্থিত ছিলেন।

আরএস

Link copied!