Amar Sangbad
ঢাকা শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫,

রাজবাড়ীতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্কুল ছাত্রের মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী প্রতিনিধি

অক্টোবর ২৫, ২০২৩, ০২:১৭ পিএম


রাজবাড়ীতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্কুল ছাত্রের মৃত্যু

রাজবাড়ীর কালুখালীতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফাহাদ (১৪) নামে দশম শ্রেণীর এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সে কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের মৃগী জোয়াদ্দার বাড়ীর জহুরুল ইসলামের ছেলে ও মৃগী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।

বুধবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে পাংশা-বালিয়াকান্দি সড়কের কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের চর পাতুরিয়া গ্রামের আইনুল হাবিবের বাড়ীর সামনে দু’টি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেশ কয়েকজন বন্ধু মোটরসাইকেল নিয়ে সড়ক দিয়ে যাচ্ছিল। এসময় দু’টি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ফাহাদসহ ৩জন আহত হয়। আহত ফাহাদকে কালুখালী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্য ২জনকে স্থানীয় ভাবে চিকিৎসা প্রদান করা হয়েছে। 

কালুখালী হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. আশরাফুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। বাইরে থেকে দেখে মৃত ঘোষণা করার সাথে সাথে তারা বাড়ীতে নিয়ে গেছে।

কালুখালী থানার ওসি প্রাণ বন্ধু চন্দ্র বিশ্বাস বলেন, সড়ক দুঘর্টনায় স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এআরএস

Link copied!