Amar Sangbad
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪,

কাকরাইলে থেমে থেমে চলছে সংঘর্ষ, টহলে বিজিবি

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ২৮, ২০২৩, ০৩:২৮ পিএম


কাকরাইলে থেমে থেমে চলছে সংঘর্ষ, টহলে বিজিবি

রাজধানীর কাকরাইলে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ থেমে থেমে চলছে। শনিবার বেলা ১টা ৪০ মিনিটের দিকে কাকরাইলে অবস্থিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইন্সটিটিউশনের ভেতর দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেন বিএনপি কর্মীরা। পরে পুলিশের জলকামান গাড়ি থেকে সেই আগুন নেভানোর চেষ্টা করা হয়।

এদিকে সংঘর্ষের এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীরা কাকরাইল থেকে একটু পিছু হটে নাইটেঙ্গেল মোড়ের দিকে অবস্থান নিয়েছেন। এছাড়া পুলিশ সদস্যরা সামনের দিকে এগিয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনের ভবনের সামনে দাঁড়িয়ে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করছেন।

অন্যদিকে, কাকরাইলে পুলিশ-বিএনপি নেতাকর্মীদের মধ্যকার সংঘর্ষের জেরে দুপুর ২টার দিকে বিজিবি সদস্যদের টহল দিতে দেখা গেছে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, কাকরাইলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন করা হয়েছে। তবে কত প্লাটুন মোতায়েন করা হয়েছে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।

উল্লেখ্য, শনিবার বেলা ১টার দিকে রাজধানীর কাকরাইল মোড়ে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ বাধে। এ সময় বিএনপি কর্মীরা তিনটি যাত্রীবাহী বাস ভাঙচুর এবং পুলিশ বক্সে আগুন দেন।

সরেজমিনে দেখা গেছে, বেলা দেড়টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাকরাইল মোড়ে দাঁড়িয়ে পুলিশ রাবার বুলেট, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

অন্যদিকে বিএনপি কর্মীরা উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের সামনে দাঁড়িয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করছেন। সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এইচআর

Link copied!