Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

রাজধানীতে পুলিশ বহনকারী বাসে আগুন দিলো দুই যুবক

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ২৮, ২০২৩, ০৬:৪৪ পিএম


রাজধানীতে পুলিশ বহনকারী বাসে আগুন দিলো দুই যুবক

রাজধানীর কাকরাইলে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ অক্টোবর) বিকাল ৫টার দিকে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

বিকাল সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলে গিয়ে দাউ দাউ করে বাসটি আগুনে জ্বলতে দেখা যায়। বাসের আগুন ওপরে থাকা বিদ্যুতের তারেও ছড়িয়ে পড়ছিল। তখনো ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পারেননি। ঘটনাস্থলের কাছেই পুলিশ সদস্যদের দেখা যায়।
বাসচালক মনির হোসেন গণমাধ্যমকে বলেন, আজকে পুলিশ সদস্যদের আনা নেওয়ার জন্য বাসটি নিয়োজিত ছিল। বিকাল ৫টার দিকে একদল পুলিশ সদস্যকে নিয়ে আসি। তারা নেমে যাওয়ার ১০-১৫ মিনিট পরই দুই যুবক এসে আগুন ধরিয়ে দেয়।

তিনি বলেন, কিছু বুঝে ওঠার আগেই পুরো বাস জ্বলতে থাকে। আগুন দেওয়ার পর ওই দুই যুবক মোটরসাইকেলে করে কাকরাইল মোড় দিয়ে চলে যায়।

এ বিষয়ে রমনা থানার ওসি আবুল হাসান গণমাধ্যমকে বলেন, দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়ে পালিয়েছে।

এআরএস

Link copied!