Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শিকড় পরিবহনে আগুন

সাহিদুল ইসলাম ভূঁইয়া

অক্টোবর ২৯, ২০২৩, ০৯:৪৩ এএম


বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শিকড় পরিবহনে আগুন

বিএনপি-জামায়তের হরতাল চলাকালে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে শিকড় পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। চলতি অবস্থায় বাসটিতে আগুন জ্বলতে দেখেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

রোববার (২৯ অক্টোবর) সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

No description available.

তবে কে বা কারা বাসে আগুন দিয়েছে তা কেউ বলতে পারছে না। ঘটনাস্থলের কাছেই থাকা পুলিশ আগুন দেখে ছুটে এলেও কাউকে আটক করতে পারে নি।

উৎসব পরিবহনের মালিক রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, বাসটি রানিং থাকা অবস্থায় আগুর জ্বলতে শুরু করে। গাড়িতে কোনো যাত্রী ছিল না। কাউকে নামতেও দেখিনি। হঠাৎ করেই আগুন লেগে যায়।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে গাড়িটির আগুন নেভানোর কাজ শুরু করে। তবে ততক্ষণে প্রায় বেশিরভাগ গাড়ি পুড়ে গেছে।

এআরএস

Link copied!