Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

জাতীয় চার নেতার প্রতিকৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ৩, ২০২৩, ১০:২২ এএম


জাতীয় চার নেতার প্রতিকৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা

জেল হত্যা দিবসে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। মন্ত্রীর সঙ্গে শ্রদ্ধা জানান জাতীয় চার নেতার পরিবারের সদস্যরাও।

আজ (শুক্রবার) সকাল ৯টা ৪০ মিনিটে রাজধানীর নাজিমুদ্দিন রোডে পুরাতন কেন্দ্রীয় কারাগারে তাদের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান মন্ত্রী ও জাতীয় চার নেতার পরিবারের সদস্যরা।

এর আগে সকালে প্রথমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী ও জাতীয় চার নেতার পরিবারের সদস্যরা। এরপর জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী, জাতীয় চার নেতার পরিবারের সদস্য ও আওয়ামী লীগের নেতারা। পুষ্পস্তবক অর্পণ শেষে জাতীয় চার নেতার জাদুঘর পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী ও জাতীয় চার নেতার পরিবারের সদস্যরা।

উল্লেখ্য, ১৯৭৫ সালের ৩রা নভেম্বর কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয় জাতীয় চার নেতাকে। প্রতিবছর জাতীয় চার নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও তাদের পরিবারের পক্ষ থেকে এই আয়োজন করা হয়।

আরএস

Link copied!