Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

চলতি মাসেই পর্যবেক্ষক পাঠাবে কমনওয়েলথ

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ৩, ২০২৩, ০৩:৩৯ পিএম


চলতি মাসেই পর্যবেক্ষক পাঠাবে কমনওয়েলথ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রাক পরিস্থিতি পর্যবেক্ষক পাঠাবে কমনওয়েলথ। এক্ষেত্রে চলতি মাসের তৃতীয় সপ্তাহে তাদের আসার কথা রয়েছে।

শুক্রবার (৩ নভেম্বর) ইসি সূত্রগুলো বিষয়টি নিশ্চিত করেছেন। তারা বলছেন, আগামী ১৯ থেকে ২৩ নভেম্বর কমনওয়েলথের প্রতিনিধি দল বাংলাদেশে অবস্থান করতে পারে। তাদের প্রতিবেদনের ভিত্তিতেই নির্বাচনী পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত নেবে সংস্থাটি।

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, তারা নভেম্বরের তৃতীয় সপ্তাহে একটি প্রি অ্যাসেসমেন্ট টিম পাঠানোর কথা বলেছে। আশা করি, তারা নির্বাচন পর্যবেক্ষণেও আসবে।

এর আগে ইউরোপীয় ইউনিয়নও (ইইউ) প্রাক নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণ টিম পাঠিয়েছিল। তারা পরে পূর্ণাঙ্গ টিম না পাঠিয়ে ছোট টিম পাঠানোর সিদ্ধান্ত নেয়।

সম্প্রতি বিদেশি পর্যবেক্ষক ও গণমাধ্যমকে নির্বাচন পর্যবেক্ষণের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন আহ্বান করেছে ইসি। এক্ষেত্রে আগামী ২১ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে।

নভেম্বরের প্রথমার্ধে তফসিল দিয়ে ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ করতে চায় ইসি।

এইচআর

Link copied!