Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

সারাদেশে কাজ করছে র‍্যাবের ৪২৬ টহল দল

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ২৭, ২০২৩, ০৪:০০ পিএম


সারাদেশে কাজ করছে র‍্যাবের ৪২৬ টহল দল

বিএনপি-জামায়াতের চলমান অবরোধ ও রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের জানমাল রক্ষায় সারাদেশে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ৪২৬টি টহল দল মোতায়েন করা হয়েছে। এর মধ্যে শুধু ঢাকাতেই ১৪২টি টহল দল আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রয়েছে। 

সোমবার (২৭ নভেম্বর) সকালে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাবের এই কর্মকর্তা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে ১৪২টি টহল দলসহ সারাদেশে ৪২৬টি টহল দল মোতায়েন রয়েছে। যাত্রী ও পণ্য পরিবহনে নিরাপত্তা প্রদানে দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার গণপরিবহন ও পণ্যবাহী পরিবহনকে র‍্যাব টহলের মাধ্যমে এসকোর্ট প্রদান করে নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছে র‍্যাব।

যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বাসস্ট্যান্ড, রেল স্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানে র‍্যাবের গোয়েন্দারা ছদ্মবেশে নজরদারি অব্যাহত রেখেছে বলেও জানিয়েছেন খন্দকার আল মঈন।

আরএস

Link copied!