Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫,

সাঘাটায় সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

এপ্রিল ৩, ২০২৫, ১১:৫৮ এএম


সাঘাটায় সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপ এবং তার সহযোগীদের বিরুদ্ধে যায় যায় দিন পত্রিকার সাংবাদিক আনোয়ার হোসেন ও তার পরিবারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে সাঘাটা উপজেলা চত্বরে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা পৃথক দুটি ব্যানারে এ মানববন্ধন আয়োজন করেন।

এতে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা তাদের দলের সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপের বহিষ্কারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা বলেন, বিএনপি জনগণের দল হলেও সাঘাটা এলাকায় সেলিম আহমেদ তুলিপ এবং তার সহযোগীদের কর্মকাণ্ডের কারণে দলের সম্মান ক্ষুণ্ন হচ্ছে। এর আগে ৫ আগস্টের পর বিভিন্ন সময় তার বিরুদ্ধে চাঁদাবাজি, দখল বাণিজ্য, নারী কেলেঙ্কারি ও পদ বাণিজ্যের মতো গুরুতর অভিযোগ ওঠে। ইতোমধ্যে উপজেলা বিএনপির অধিকাংশ নেতৃবৃন্দ কেন্দ্রীয় বিএনপির কাছে তার বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করে বহিষ্কারের দাবি জানিয়েছেন। দলের মধ্যে বিভক্তি সৃষ্টি করে তিনি নিজ দলের নেতাকর্মীদের কাছেও আতঙ্কের কারণ হয়ে উঠেছেন।

সাম্প্রতিক ঘটনায় তিনি একজন পেশাদার সাংবাদিককে মারধর ও লাঞ্ছিত করেছেন, যা স্বাধীন বাংলাদেশে কল্পনাও করা যায় না। মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দ অবিলম্বে তার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- সাঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মঈন প্রধান লাবু, যুগ্ম আহ্বায়ক এনামুল হক শিল্পী, আবুল কালাম আজাদ, আবু হেনা মোস্তফা কামাল মিঠু ও আলাউদ্দিন মণ্ডল, উপজেলা যুবদলের আহ্বায়ক আহম্মেদ কবীর শাহীন, যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান, নুরুজ্জামান টিটু ও হারুন আকন্দ, উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক জিল্লুর রহমান, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক জাহাঙ্গীর কবীর মিঠু ও সদস্য সচিব নিজাম উদ্দিন, উপজেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক শাহ আলম, উপজেলা মহিলা দলের সভাপতি মৌসুমী আক্তার মিষ্টি, সাঘাটা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মিজানুর রহমান মৃদুল, জাতীয়তাবাদী ওলামা দলের উপজেলা আহ্বায়ক আইয়ুব হোসেন, ঢাকা জাতীয় প্রেসক্লাবের সদস্য তোফাজ্জল হোসেন এবং নির্যাতিত সাংবাদিক ও সাঘাটা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন রানা।

এছাড়াও, তুলিপ বাহিনীর দ্বারা পূর্বে নির্যাতিত ভুক্তভোগীরা, যথাক্রমে কামালের পাড়া ইউনিয়ন ছাত্রদল সভাপতি আল-আমিন, জুমারবাড়ি ইউনিয়ন যুবদলের সদস্য সচিব স্বপন, ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সাঘাটা প্রেসক্লাবের সাংবাদিকরা মানববন্ধনে উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!