Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বিজয় দিবসে বায়তুল মুকাররমে দোয়া মাহফিল

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ১৭, ২০২৩, ০৯:৪৯ এএম


বিজয় দিবসে বায়তুল মুকাররমে দোয়া মাহফিল

মহান বিজয় দিবস উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে শনিবার (১৬ ডিসেম্বর) সকালে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে কোরআনখানি দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আ. হামিদ জমাদ্দার। সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড.  মহা. বশিরুল আলম।

আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি রুহুল আমীন। দোয়া মাহফিলে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শাহাদাতবরণকারী শহীদদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের সচিব মো. আশরাফুল মমিন খান, পরিচালকবৃন্দ, ইসলামিক ফাউন্ডেশনের উপ-সচিব আবু সাঈদ, কর্মকর্তা-কর্মচারি ও সাধারণ মুসল্লীগণ উপস্থিত ছিলেন।

এআরএস 
          
 

Link copied!