Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

আজ দুবাই বাংলাদেশ কন্সুলেটে বই মেলার শেষ দিন

সামসুর রহমান সোহেল, আরব আমিরাত

সামসুর রহমান সোহেল, আরব আমিরাত

ডিসেম্বর ১৭, ২০২৩, ০৫:১৭ পিএম


আজ দুবাই বাংলাদেশ কন্সুলেটে বই মেলার শেষ দিন

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক নগরী দুবাই বাংলাদেশ কন্সুলেটে তিন দিনব্যাপী অনুষ্ঠিত বিজয় উৎসব ও বইমেলার (শনিবার) ছিলো দ্বিতীয় দিন। এদিন আমিরাতে সাপ্তাহিক ছুটি ও বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষ্যে জমে উঠেছে মেলা। আজ রবিবার মেলার শেষ দিন।

স্টল ও প্যাভিলিয়নগুলোতেও বেড়েছে ক্রেতা-দর্শনার্থীদের ভিড়। বিকাল থেকে শুরু হয়েছে বইপ্রেমীদের আনাগোনা। স্টলে স্টলে ঘুরে বইয়ের মলাট উল্টেপাল্টে দেখে এবং কিনে সুন্দর সময় পার করছেন তারা।

রাত ১০টা পর্যন্ত চলা মেলায় প্রবাসীদের আগমন ছিল লক্ষ্যণীয়, প্রতিদিনের ন্যায় দেশি ও প্রবাসী জনপ্রিয় সংগীত শিল্পীদের সংগীত পরিবেশন ও লটারির পুরস্কার বিতরণের মধ্যদিয়ে দ্বিতীয় দিনের মেলার সমাপ্তি ঘোষনা করা হয়।

প্রবাসীরা বলেন, দূর প্রবাসে বাংলা বই মেলা গতবারের চেয়ে এবারে বিজয় উৎসব ও বই মেলা একসাথে হওয়ায় মেলাটি বিজয় উল্লাসে রুপ নেয়। এই মেলায় আগামীতে আরও বেশি বই প্রত্যাশা করি।

বাংলাদেশের সাংস্কৃতিক বিকাশ ঘটাতে দেশীয় কৃষ্টি কালচার নিয়ে অনুষ্ঠানের পাশাপাশি বইমেলার আয়োজন অব্যাহত থাকবে বলে প্রত্যাশা প্রবাসী বাংলাদেশীদের।

আরএস

Link copied!