Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মোহনগঞ্জ এক্সপ্রেসে অগ্নিসংযোগ: ঢাকা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক

সাহিদুল ইসলাম ভূঁইয়া

ডিসেম্বর ১৯, ২০২৩, ১১:০৫ এএম


মোহনগঞ্জ এক্সপ্রেসে অগ্নিসংযোগ: ঢাকা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক
ছবি: সংগ্রহ

রাজধানীর তেজগাঁও রেলওয়ে স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেসে অগ্নিসংযোগের পর ক্ষতিগ্রস্ত ট্রেনটি ২ ঘণ্টা পর সরিয়ে সচল করা হয়েছে লাইন। এতে ঢাকা থেকে সারাদেশে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন তেজগাঁও রেলওয়ে স্টেশন মাস্টার মাজহারুল ইসলাম।

তিনি বলেন, বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক। পুড়ে যাওয়া ট্রেনটিকে কমলাপুর রেলওয়ে স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে।

এর আগে ভোর ৫টায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এতে মা ও শিশুসন্তানসহ চার যাত্রী নিহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- নাদিয়া আক্তার পপি (৩৫) ও তার শিশুসন্তান ইয়াসিন (৩)। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সকাল পৌনে ৭টার দিকে আগুন নির্বাপণ করে।

এআরএস

Link copied!