Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

জিটিসিএলের ৩০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ২৩, ২০২৩, ১০:২৯ এএম


জিটিসিএলের ৩০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড (জিটিসিএল)-এর ৩০তম বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টায় ঢাকার শের-ই-বাংলা নগর প্রশাসনিক এলাকাস্থ কোম্পানির প্রধান কার্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়।

সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ও চেয়ারম্যান জিটিসিএল পরিচালনা পর্ষদ মো. নূরুল আলম সভায় সভাপতিত্ব করেন। এসময় কোম্পানির শেয়ারহোল্ডার ও পরিচালক জনেন্দ্র নাথ সরকার, চেয়ারম্যান, পেট্রোবাংলাসহ অন্যান্য শেয়ারহোল্ডার ও পরিচালকবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

বার্ষিক সাধারণ সভায় কোম্পানির ২০২২-২০২৩ অর্থবছরের নিরীক্ষিত হিসাব ও ব্যবস্থাপনা প্রতিবেদন অনুমোদিত হয়। কোম্পানি ২০২২-২০২৩ অর্থবছরে ৬টি গ্যাস বিতরণ কোম্পানীকে জিটিসিএল কর্তৃক পরিচালিত জাতীয় গ্যাস গ্রিডের মাধ্যমে ২১৭৬.৯০ কোটি ঘনমিটার গ্যাস এবং কনডেনসেট পাইপলাইনের মাধ্যমে ১৬৪৬.০২ লাখ লিটার কনডেনসেট পরিবহন করে ১০৫৬.৫৮ কোটি এবং অন্যান্য আয় বাবদ ৫.০৯ কোটি টাকাসহ সর্বমোট ১০৬১.৬৭ কোটি টাকা রাজস্ব আয় করেছে।

আলোচ্য অর্থবছরে কোম্পানি কর্তৃক মোট ৫৩৩.৫৪ কোটি টাকা সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে।

এআরএস
 

 

Link copied!