Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বুধবার যেসব এলাকায় গ্যাস থাকবে না

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ২, ২০২৪, ০৭:৩৪ পিএম


বুধবার যেসব এলাকায় গ্যাস থাকবে না

তিতাসের পাইপলাইনের জরুরী মেরামত কাজের জন্য রাজধানীর বেশ কিছু এলাকায় বুধবার (৩ জানুয়ারি) পাঁচ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

আজ মঙ্গলবার (২ জানুয়ারি) তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের তথ্য কর্মকর্তা মোর্শেদ আলম আমার সংবাদকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। 

তিতাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্যাস পাইপলাইনের জরুরী কাজের জন্য বুধবার (৩ জানুয়ারি) দুপুর ১২টা হতে বিকাল ৫ টাপর্যন্ত মোট ৫ (পাঁচ) ঘণ্টা নিকুঞ্জ-১, নিকুঞ্জ-২, খিলক্ষেত, নামাপাড়া, কনকর্ড সিটি, উত্তরখান, দক্ষিণখান, বসুন্ধরা আবাসিক এবং জোয়ারসাহারা এলাকায় সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া, উক্ত সময়ে আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

আরএস

Link copied!