Amar Sangbad
ঢাকা শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪,

‘নির্বাচন নিয়ে জাজমেন্টের সময় আসেনি’

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ৭, ২০২৪, ১২:২৭ পিএম


‘নির্বাচন নিয়ে জাজমেন্টের সময় আসেনি’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাজমেন্টের সময় এখনও আসেনি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। একই সঙ্গে ফলাফলের ক্ষেত্রে ভালো কিছু হবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

রোববার (৭ জানুয়ারি) সকালে রাজধানীর টিচার্স ট্রেনিং কলেজ কেন্দ্রে ভোটদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

নির্বাচনে জনগণের অংশগ্রহণ কম হলে পশ্চিমাদের কাছে প্রশ্নবিদ্ধ হতে পারে কি না এমন পশ্নে পররাষ্ট্রসচিব বলেন, সেটা তাদের বিবেচনার বিষয়। আমরা যেটা দেখছি, সেটা হচ্ছে প্রচুর বাধা এসেছে। মানুষকে ভোটদান থেকে বিরত রাখতে প্রচুর ক্যাম্পেইন করা হয়েছে। কিন্তু দেশের মানুষ রাজনৈতিকভাবে সচেতন থাকলে নাগরিক অধিকার প্রয়োগ করে কে কাকে ভোট দেবে সেটা বিবেচ্য বিষয় নয়। বরং নেতিবাচক কর্মকাণ্ড সত্ত্বেও প্রক্রিয়াটাতে অংশগ্রহণ করাটাই দিন শেষে প্রতিফলন ঘটাবে।

মাসুদ বিন মোমেন এরপর বলেন, জনগণ ও আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে যদি একটা হেলদি টার্নআউট হয়, তবে নিশ্চয়ই সেটা নির্বাচনের পক্ষে যাবে। দেখা যাক। এখনো তো জাজমেন্ট দেওয়ার সময় আসেনি। আশা করি, ভালো কিছু হবে।

৫ জানুয়ারি রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগে ৪ জনের মৃত্যুর ঘটনায় বন্ধু রাষ্ট্রগুলোর পক্ষ থেকে কোনো উদ্বেগ জানানো হয়েছে কি না- জানতে চাইলে তিনি বলেন, অফিসিয়ালি এমন কিছু দেখিনি। তবে আমার সঙ্গে জাপান, রাশিয়া ও ভারতের যেসব পর্যবেক্ষকের কথা হয়েছে, তারা সবাই তাদের উদ্বেগ প্রকাশ করেছেন। প্রাণ ঝরে যাওয়াটা কারোই কাম্য নয়। যেভাবে প্রাণগুলো ঝরে গেল, সেটা খুবই দুঃখজনক।

এর আগে সকাল ৮টায় উৎসবের আমেজে সারাদেশে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ শুরুর পরই ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ ভোট হচ্ছে ২৯৯ আসনে। গত ২৯ ডিসেম্বর এক স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনে পরে ভোট হবে। সারা দেশের ৪২ হাজার ১০৩টি কেন্দ্রে ভোটকক্ষ রয়েছে ২ লাখ ৬১ হাজার ৯১২টি। সব আসনেই ব্যালট পেপার ব্যবহার করে ভোটগ্রহণ হচ্ছে।

এইচআর

Link copied!