Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী

নিজ বাড়িতে মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়ে বৈঠক

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১৩, ২০২৪, ০৫:০০ পিএম


নিজ বাড়িতে মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়ে বৈঠক

দুই দিনের সফরে নিজ এলাকা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৩ জানুয়ারি) সকালে সেখানে পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান তিনি। পরে নিজ বাড়িতেই মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করেন সরকারপ্রধান।

এর আগে শনিবার সকাল ৯টার দিকে সড়কপথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা দিয়ে বেলা ১১টায় টুঙ্গিপাড়া পৌঁছান শেখ হাসিনা। এদিন রাতে নিজ বাড়িতেই থাকবেন তিনি। পরদিন রোববার সকালে কোটালিপাড়ায় যাবেন বঙ্গবন্ধু কন্যা। সেখানে উপজেলা পরিষদ মাঠে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

শেখ হাসিনার আগমনকে ঘিরে বিভিন্ন ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে পুরো গোপালগঞ্জ জেলা। নেতাকর্মীরাও অধীর আগ্রহে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেতে মুখিয়ে আছেন। আগামী সোমবার (১৫ জানুয়ারি) সচিবালয়ে নতুন সরকারের প্রথম মন্ত্রিপরিষদের বৈঠক হওয়ার কথা রয়েছে।

আরএস

Link copied!