Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট

৯ যানবাহনসহ যাত্রী নিয়ে পদ্মায় ডুবে গেল ফেরি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ১৭, ২০২৪, ০৯:৪০ এএম


৯ যানবাহনসহ যাত্রী নিয়ে পদ্মায় ডুবে গেল ফেরি
পাটুরিয়া ৫ নং ঘাটের কাছে পদ্মা নদীতে প্রায় পুরোটাই ডুবে গেছে ফেরি রজনীগন্ধা। ছবি: ভিডিও থেকে নেয়া

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে আটকে থাকা ফেরি রজনীগন্ধা ৯টি যানবাহন নিয়ে নদীতে ডুবে গেছে। বুধবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে পদ্মায় আস্তে আস্তে ফেরিটি ডুবে যেতে থাকে। এসময় ফেরিতে থাকা যাত্রীদের চিৎকার শোনা যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ঘন কুয়াশার কারণে মঙ্গলবার (১৬ জানুয়ারি) দিনগত রাত ২টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজীরহাট ও ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। যা বুধবার সকালেও চালু হয়নি। এমন অবস্থায় পাটুরিরা ৫নং ঘাটের কাছাকাছি অবস্থানে থাকা ফেরি রজনীগন্ধা পদ্মা নদীতে ডুবে যায়। এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

এআরএস

Link copied!