Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

তামাক নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে: পরিবেশ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ২৩, ২০২৪, ০৫:২০ পিএম


তামাক নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে: পরিবেশ মন্ত্রী
ছবি: আমার সংবাদ

সিগারেট বর্জ্য পরিবেশের উপর কি রূপ প্রভাব ফেলে, তার তথ্য-উপাত্ত সংগ্রহ করে খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে  জানিয়েছেন, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সচিবালয়ে ঢাকা আহ্ছানিয়া মিশনের একটি প্রতিনিধি দলের সাথে সাক্ষাতকালে এ কথা জানান। পাশাপাশি তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করতে আইন সংশোধনের প্রক্রিয়ায় ইতিবাচক ও সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

এ সময় মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভিবাদন জানান ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক জনাব ইকবাল মাসুদ।

সাক্ষাৎ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রী কিডস এর লীড পলিসি এ্যাডভাইজার মোস্তাফিজুর রহমান, ঢাকা আহ্ছানিয়া মিশনের তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের সমন্বয়কারী মো. শরিফুল ইসলাম ও প্রোগ্রাম অফিসার সাবিহা সুলতানা।

এআরএস

Link copied!