Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক

রমজানকে কেন্দ্র করে পণ্যের দাম বাড়ালে ব্যবস্থা নেওয়া হবে

আব্দুল্লাহ আল নোমান

আব্দুল্লাহ আল নোমান

জানুয়ারি ২৪, ২০২৪, ০১:৩৮ পিএম


রমজানকে কেন্দ্র করে পণ্যের দাম বাড়ালে ব্যবস্থা নেওয়া হবে
ছবি: আমার সংবাদ

আসন্ন পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে পণ্যের দাম অতিরিক্ত বাড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।

বুধবার (২৪ জানুয়ারি)  রমজান উপলক্ষ্যে দ্রবমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে ঢাকা মহানগরের বিভিন্ন বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন ৷

ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক বলেন, বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের অন্যতম ইশতেহার ছিলো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা। আর এ লক্ষ্যে দৃঢ়ভাবে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়। ইতোমধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্দ্যেগে কেবিনেট মিটিং হয়েছে। সে মিটিং বাজার নিয়ন্ত্রণে বিস্তারিত আলোচনা হয়।

তিনি বলেন, আন্তর্জাতিকভাবে আমদানিকৃত পণ্যের নানান কারণে বাড়ছে। তাই সে সব দিক খেয়াল রেখে কাজ করছে সরকারের বাণিজ্য মন্ত্রণালয়। তবে দেশি পণ্য ও খুচরা বাজারে অতিরিক্ত দাম নিয়ে বেশ উদ্বিগ্ন। সে বিষয়ে এবার কাজ করা হবে।

রমজান মাসকে কেন্দ্র করে, পুরো এক মাসের বাজার এক সঙ্গে না কেনার আহ্বান ও জানান ভোক্তার ডিজি। তিনি বলেন, আমাদের সাধারণ মাসে চিনি, তেল ও ডালের চাহিদা দেড় লাখ টন থাকলেও রমজানে তার দ্বিগুণ হয়। কিন্তু সবাই যখন পুরো মাসের বাজার একসাথে কিনতে যায়, তখন সাপ্লাই চেনে সমস্যা। এতে করে বেড়ে যায় দাম। তাই সর্বোচ্চ এক সপ্তাহের ওপরে বাজার না করার অনুরোধ জানান তিনি।

বিস্তারিত আসছে...........

এআরএস

Link copied!