Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তাদের সাথে স্থানীয় সরকারমন্ত্রীর মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ২৮, ২০২৪, ০৩:৪০ পিএম


জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তাদের সাথে স্থানীয় সরকারমন্ত্রীর মতবিনিময় সভা

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম পুনরায় মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরে কর্মকর্তাদের অভিনন্দন, পর্যালোচনা ও মতবিনিময় সবার আয়োজন করা হয়।

রোববার (২৮ জানুয়ারি) জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের অডিটোরিয়ামে পর্যালোচনা ও মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

পর্যালোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম। এর আগে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা ও দোয়া নিবেদন করেন। অনুষ্ঠানের শুরুতে জনস্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এছাড়াও উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মুহম্মদ ইব্রাহিম, জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের প্রধাস প্রকৌশলী প্রকৌশলী মো. সারোয়ার হোসেনসহ সকল ।

আরএস

Link copied!