তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
জানুয়ারি ৩০, ২০২৪, ০১:৩১ পিএম
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
জানুয়ারি ৩০, ২০২৪, ০১:৩১ পিএম
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন দিনে এ সংসদকে ডামি নির্বাচনের অবৈধ সংসদ দাবি করে ‘কালো পতাকা’ মিছিল করেছে বিএনপি ।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে তেঁতুলিয়া চৌরাস্তা বাজারে মিছিলটি বের করে উপজেলা বিএনপি সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরে বাজারের তেঁতুলতলায় এসে শেষ হয় মিছিলটি।
মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক শাহাদাৎ হোসেন রঞ্জু, সদস্য সচিব রেজাউল করিম শাহিন, ছাত্রদলের আহবায়ক নুরুজ্জামান দুলাল, সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক সবুজ সহ প্রমুখ।
তেঁতুলিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব রেজাউল করিম শাহিন জানান, দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, খালেদা জিয়াসহ সকল রাজবন্দির মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিলসহ ১ দফা দাবি আদায়ে তারা কালো পতাকা মিছিল করেছে।
এআরএস