আমার সংবাদ ডেস্ক
ফেব্রুয়ারি ১০, ২০২৪, ০১:৩৬ পিএম
আমার সংবাদ ডেস্ক
ফেব্রুয়ারি ১০, ২০২৪, ০১:৩৬ পিএম
কক্সবাজারের উখিয়া হয়ে সীমান্ত পেরিয়ে অস্ত্রসহ বাংলাদেশে অনুপ্রবেশ করা ২৩ মিয়ানমার নাগরিককে ১০ দিনের রিমান্ডে নিতে চায় পুলিশ।
শনিবার (১০ ফেব্রুয়ারি) তাদের আদালতে সোপর্দের পর এ রিমান্ড চাওয়া হবে বলে নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি মো. শামিম হোসেন।
তিনি জানান, তাদের কাছে আরও অধিকতর কোনো তথ্য রয়েছে কিনা, উত্তেজনার মধ্যেই কেন তারা অস্ত্রসহ বাংলাদেশে প্রবেশ করেছে- সে বিষয়গুলো জানতে প্রত্যেকের ১০ দিনের রিমান্ড চাওয়া হবে।
এর আগে গত মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) কক্সবাজারের উখিয়ার রহমতপুরবিল সীমান্ত এলাকা দিয়ে অস্ত্রসহ বাংলাদেশে প্রবেশ করার সময় স্থানীয় ও বিজিবি সদস্যরা ২৩ জন মিয়ানমার নাগরিককে আটক করে। ওই সময় তাদের কাছ থেকে ১২টি অস্ত্র ছাড়াও বেশকিছু গোলাবারুদ উদ্ধার করা হয়। পরে বিজিবি মামলা করে তাদের উখিয়া থানায় হস্তান্তর করে। আজ শনিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এআরএস