Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ধানমন্ডি লেকে নির্মাণ হবে ‘নজরুল সরোবর’

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ১৪, ২০২৪, ০১:৩৫ পিএম


ধানমন্ডি লেকে নির্মাণ হবে ‘নজরুল সরোবর’
ছবি: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মিডিয়া উইং

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ধানমন্ডি লেকের সৌন্দর্যকে আরও ফুটিয়ে তুলতে দখলকৃত স্থানে নজরুল সরোবর নির্মাণ করা হবে। খুব দ্রুত নজরুল সরোবরের কাজ শুরু করা হবে।

বুধবার ধানমন্ডি লেক পরিষ্কারের কর্মসূচি পালন অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এসব কথা বলেন।

মেয়র তাপস বলেন, রবীন্দ্র সরোবরের পাশাপাশি ধানমন্ডি লেকে নজরুল সরোবর নির্মাণ করা হবে। প্রধানমন্ত্রী এ কাজের উদ্বোধন করবেন।

এই লেক হচ্ছে ঢাকার অন্যতম একটা সবুজায়ন অঞ্চল উল্লেখ করে মেয়র তাপস বলেন, এটিকে রক্ষণাবেক্ষণের জন্য সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। লেকের সৌন্দর্য বৃদ্ধির জন্যর পাশাপাশি ফুলের বাগানের নির্মাণ করা হবে। এর জন্য সিটি কর্পোরেশন থেকে কিছু মালি দেওয়া হবে। ফলে সবাই এখানে বিনোদন উপভোগ করতে পারবে। তবে তার জন্য সকলের দায়িত্ববোধ থেকে সচেতন হওয়া প্রয়োজন।

অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ, ডিএসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ও সম্পত্তি কর্মকর্তাসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা।

মজুমদার/ইএইচ

Link copied!