Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বিজিপিসহ মিয়ানমারের ৩৩০ সদস্যকে হস্তান্তর করা হবে কাল

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ১৪, ২০২৪, ০৪:১৯ পিএম


বিজিপিসহ মিয়ানমারের ৩৩০ সদস্যকে হস্তান্তর করা হবে কাল

মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা জান্তার ৩৩০ জন সদস্যকে ফেরত পাঠানো হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে দেশটির কর্তৃপক্ষের কাছে তাদের হস্তান্তর করা হবে।

এদিন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তত্ত্বাবধানে কক্সবাজারের ইনানী নৌবাহিনীর জেটিঘাট থেকে তাদেরকে হস্তান্তর করা হবে।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে বিজিবি থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বিজিবির বার্তায় বলা হয়েছে, আগামীকাল সকাল ৮টায় কক্সবাজার নৌবাহিনী জেটিঘাট থেকে বিজিবির সার্বিক তত্ত্বাবধানে দেশে আশ্রয় নেওয়া মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপিসহ দেশটির ৩৩০ জন নাগরিককে তাদের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

আরএস

Link copied!