Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ইউক্রেনের সাথে বৈঠক বাংলাদেশের সর্ম্পকে প্রভাব ফেলবে না: রুশ রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ১৫, ২০২৪, ১২:৪০ পিএম


ইউক্রেনের সাথে বৈঠক বাংলাদেশের সর্ম্পকে প্রভাব ফেলবে না: রুশ রাষ্ট্রদূত
ছবি: আমার সংবাদ

ইউক্রেনের সাথে বৈঠক বাংলাদেশের সর্ম্পকে প্রভাব ফেলবে না বরং সর্ম্পক আরো ভালো হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি মান্টিটস্কি।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘ডিকাব টক’ অনুষ্ঠানে আলেকজান্ডার ভি মান্টিটস্কি এসব কথা বলেন। ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস এসোসিয়েশন বাংলাদেশ (ডিকাব) এ অনুষ্ঠান আয়োজন করে।

রুশ রাষ্ট্রদূত বলেন, ১৯৭১ সাল থেকে বাংলাদেশের পরম বন্ধু রাশিয়া, পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের জন্য সর্বোত্তম ভাবে সাহায্য সহযোগিতা করেছিল রাশিয়া। বর্তমান সবচেয়ে বিশ্বের বড় সমস্যা হলো ইউক্রেন যুদ্ধ, আর এই ইউক্রেন যুদ্ধকে উস্কানিমূলক দিচ্ছে পশ্চিমা গোষ্ঠী। রাশিয়া চাই অর্থনৈতিক শান্তি ও প্রত্যেক দেশের সাথে পরস্পর বন্ধুত্বসুলভ আচরণ।

তিনি বলেন, বাংলাদেশ আজ নিউক্লিয়ারের যুগে প্রবেশ করেছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র তার একটি উদাহরণ। সরকারের সার্বিক উন্নয়ন যেমন: রাস্তাঘাট, ব্রিজ ও অন্যান্য মেগা প্রজেক্টে রাশিয়া বাংলাদেশের সঙ্গে সহ অবস্থান করবে।

বৈঠকে সভাপতিত্ব করেন, ডিকাব সভাপতি নুরুল ইসলাম হাসিব। সভায় উপস্থিত ছিলেন ডিকাব সাধারণ সম্পাদক আশিকুর রহমান অপু।

শাহাদাত/এআরএস

Link copied!