Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

জয়পুরহাট সীমান্তে স্বর্ণসহ ৩ পাচারকারী আটক

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাট প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৫, ২০২৪, ০২:১১ পিএম


জয়পুরহাট সীমান্তে স্বর্ণসহ ৩ পাচারকারী আটক

বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারকালে জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত এলাকা থেকে ৩ পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।  

বৃহস্পতিবার বেলা ১১টায় জয়পুরহাট ২০ বিজিবির উপ-অধিনায়ক মেজর আতিক হাসান সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।

বলেন, বুধবার সন্ধ্যায় উপজেলার উষ্ণা সীমান্ত এলাকা থেকে ১০টি স্বর্ণের বারসহ ওই ৩ পাচারকারীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- উপজেলার পূর্ব উচনা গ্রামের রহিদুল ইসলাম (৪০), মঞ্জুর রহমান (৪২) ও   ফরিদুল ইসলাম (৪৫)।

সোনা চোরাচালনকারীরা বাংলাদেশ থেকে ভারতের সোনা পাচার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ২০ বিজিবি ব্যাটালিয়নের জোয়ানরা ঘটনাস্থল থেকে   ১০টি স্বর্ণের বার, ১টি মোটরসাইকেল, ৩টি মোবাইল ফোন ও নগদ ৪৯ হাজার ৩০ টাকাসহ তাদের আটক করা হয়।

আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামালসহ আটককৃতদের পাঁচবিবি থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান উপ অধিনায়ক  মেজর আতিক হাসান।

ইএইচ

Link copied!