জয়পুরহাট প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৫, ২০২৪, ০২:১১ পিএম
জয়পুরহাট প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৫, ২০২৪, ০২:১১ পিএম
বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারকালে জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত এলাকা থেকে ৩ পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।
বৃহস্পতিবার বেলা ১১টায় জয়পুরহাট ২০ বিজিবির উপ-অধিনায়ক মেজর আতিক হাসান সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।
বলেন, বুধবার সন্ধ্যায় উপজেলার উষ্ণা সীমান্ত এলাকা থেকে ১০টি স্বর্ণের বারসহ ওই ৩ পাচারকারীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলার পূর্ব উচনা গ্রামের রহিদুল ইসলাম (৪০), মঞ্জুর রহমান (৪২) ও ফরিদুল ইসলাম (৪৫)।
সোনা চোরাচালনকারীরা বাংলাদেশ থেকে ভারতের সোনা পাচার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ২০ বিজিবি ব্যাটালিয়নের জোয়ানরা ঘটনাস্থল থেকে ১০টি স্বর্ণের বার, ১টি মোটরসাইকেল, ৩টি মোবাইল ফোন ও নগদ ৪৯ হাজার ৩০ টাকাসহ তাদের আটক করা হয়।
আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামালসহ আটককৃতদের পাঁচবিবি থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান উপ অধিনায়ক মেজর আতিক হাসান।
ইএইচ