Amar Sangbad
ঢাকা রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫,

কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ বশির

নিজস্ব প্রতিবেদক:

নিজস্ব প্রতিবেদক:

ফেব্রুয়ারি ২৩, ২০২৪, ০৩:১৪ পিএম


কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ বশির

ইরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ১১০ দেশের প্রতিযোগীদের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ বশির আহমাদ।

জানা যায়, বশির আহমাদ ঢাকার মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী। মাত্র পাঁচ মাসেই হিফজ শেষ করেছিলেন তিনি।

বুধবার (২১ ফেব্রুয়ারি) প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল ঘোষণা করে দেশটির রাষ্ট্রীয় আয়োজক কমিটি। বিষয়টি নিশ্চিত করেছেন হাফেজ বশির আহমাদের শিক্ষক ও দেশের স্বনামধন্য হিফজ-শিক্ষক শায়খ নেছার আহমাদ আন নাছিরি।

কোরআনের এ প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন ইরানের সাঈদ মোহাম্মদ সাদেক এবং তৃতীয় হয়েছেন নাইজেরিয়ার আব্দুলাহি আব্দুলাহি গারায়ী, তাঁদের অসামান্য সুমধুর কণ্ঠে মুসলিম বিশ্ব থেকে নানা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছে।

বিআরইউ

Link copied!