Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

হবিগঞ্জে সিএনজি দুর্ঘটনায় নারীর মর্মান্তিক মৃত্যু

বাহুবল(হবিগঞ্জ)প্রতিনিধি:

বাহুবল(হবিগঞ্জ)প্রতিনিধি:

ফেব্রুয়ারি ২৬, ২০২৪, ১০:০৪ পিএম


হবিগঞ্জে সিএনজি দুর্ঘটনায় নারীর মর্মান্তিক মৃত্যু

হবিগঞ্জের বাহুবলে মিরপুর টু ধুলিয়াখাল রোডে সিএনজি দুর্ঘটনায় মোছাঃ উস্তারা বেগম(৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার ২৬ ফ্রেব্রয়ারী সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার ভুলকোট নামক স্থানে।

জানা যায়, বাহুবল উপজেলার ৫নং লামাতাসী ইউনিয়নের আব্দাসতানন্দ(প্রকাশিত) নন্দনপুর গ্রামের হারুন মিয়ার স্ত্রী মোছাঃ উস্তারা বেগম(৫০) উপজেলার মিরপুর বাজার থেকে সিএনজি অটোরিকশা যুগে বাড়িতে যাচ্ছিলেন।

সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার মিরপুর টু ধুলিয়াখাল রোডের ভুলকোট নামক স্থানের নিউ পদ্মা ব্রিকর্স ফিল্ডের সামনে পৌঁছামাত্রই দ্রুতগতির সিএনজিটি রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাক্টের পিছনে ধাক্কা লাগলে সিএনজিতে থাকা উস্তারা বেগম সহ ৪/৫ জন যাত্রী আহত হয়।এসময় ঘটনাস্থলেই মোছাঃ উস্তারা বেগমের মৃত্যু হয়।

খবর পেয়ে বাহুবল মডেল থানার এস আই আশীষ তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে উস্তারা বেগম এর লাশের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করেন।

এ বিষয়ে এস আই আশীষ তালুকদারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমরা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করি, ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। 

বিআরইউ

Link copied!