Amar Sangbad
ঢাকা সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫,

টাঙ্গাইলে ৪ রেস্তোরাঁ মালিককে দেড় লাখ টাকা জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি

মার্চ ৩, ২০২৪, ০৭:৩০ পিএম


টাঙ্গাইলে ৪ রেস্তোরাঁ মালিককে দেড় লাখ টাকা জরিমানা

টাঙ্গাইলে অগ্নি নির্বাপক ব্যবস্থা না থাকায় ৪ রেস্তোরাঁ মালিককে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার বিকালে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মোহাম্মদ আলীর নেতৃত্বে এ অভিযানে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর রবিউল ইসলামসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান বিন মোহাম্মদ আলী জানান, টাঙ্গাইল শহরের বিনিময় রেস্তোরাঁ ও বহুতল ভবনে প্রশাসনের নিয়মিত অভিযান চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় রোববার বিকালে শহরের পুরাতন বাস স্ট্যান্ডের সুগন্ধা রেস্টুরেন্ট মালিককে ২০ হাজার টাকা, সুরুচি রেস্টুরেন্ট মালিককে ১ লাখ টাকা, ছেফাত রেস্তোরাঁ মালিককে ১০ হাজার টাকা ও ঝাউবন রেস্টুরেন্ট মালিককে ২০ হাজার টাকাসহ মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়। এদের কারো অগ্নি নির্বাপক ব্যবস্থা না থাকায় এ জরিমানা করা হয়।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর রবিউল ইসলাম জানান, যাদের ভবন ও রেস্তোরাঁয় অগ্নি নির্বাপক ব্যবস্থা নেই তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা  গ্রহণ করা হবে।  

ইএইচ

Link copied!