Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন্নাহার চাপাকে গণসংবর্ধনা

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মার্চ ৮, ২০২৪, ০৩:৫১ পিএম


শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন্নাহার চাপাকে গণসংবর্ধনা

শামসুন্নাহার চাপা শিক্ষা প্রতিমন্ত্রী নিযুক্ত হওয়ায় টাঙ্গাইলের মধুপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফিউদ্দিন মনি ও সাধারণ সম্পাদক ছরোয়ার আলম খান আবুর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

শুক্রবার সকালে মধুপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছরোয়ার আলম খান আবুর নেতৃত্বে 
উপজেলার গাংগাইর বাসস্ট্যান্ড এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এদিন শত শত নেতাকর্মী মোটরসাইকেল শোভাযাত্রা করে জড়ো হতে থাকেন। পরে শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন্নার চাপা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে নেতাকর্মীরা স্লোগান দিতে থাকেন।

পরে তাকে ছরোয়ার আলম খান আবুর নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন্নাহার চাপার সমর্থকরা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছরোয়ার আলম খান আবুর নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করেন।

মোটরসাইকেল শোভাযাত্রাটি ভাইঘাট এলাকা হয়ে মির্জাবাড়ী, ভবানিটেকী চৌরাস্তা বাজার হয়ে মধুপুর থানার মোড় এলাকায় এসে শেষ হয়।

ইএইচ

Link copied!