Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বঙ্গবন্ধু ৪৩তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বিজিবি

নিজস্ব প্রতিবেদক:

নিজস্ব প্রতিবেদক:

মার্চ ১০, ২০২৪, ০৭:৩৬ পিএম


বঙ্গবন্ধু ৪৩তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বিজিবি

বঙ্গবন্ধু ৪৩তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতা- ২০২৪ এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত শুক্রবার থেকে শুরু হওয়া তিনদিন ব্যাপী এই প্রতিযোগিতার শেষ হয় গতকাল রোববার।

নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘বঙ্গবন্ধু ৪৩তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার এবং জেল পুলিশসহ ৩০টি দল অংশগ্রহণ করে।

প্রতিযোগিতার ফাইনালে বিজিবি ছয়টি স্বর্ণ, একটি রৌপ্য ও দুটি তাম্র পদক পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। 

প্রতিযোগিতায় ৬০ কিলোমিটার রোড টিম টাইম ট্রায়ালে ল্যাঃ নাঃ সবুর হোসেন, ল্যাঃ নাঃ রাজিব মিয়া, ল্যাঃ নাঃ ছালাম মোল্লা এবং সিপাহী সুমন রেজা স্বর্ণ পদক; ১২০০ মিটার অলিম্পিক স্প্রিন্টে ল্যাঃ নাঃ সবুর হোসেন এবং সিপাহী সুমন রেজা স্বর্ণ পদক; ৪০০০ মিটার ইনডিভিজুয়াল টাইম ট্রায়ালে ল্যাঃ নাঃ সবুর হোসেন স্বর্ণ পদক; ৪০০০ মিটার টিম টাইম ট্রায়ালে ল্যাঃ নাঃ সবুর হোসেন, ল্যাঃ নাঃ রাজিব মিয়া, ল্যাঃ নাঃ ছালাম মোল্লা 

এবং সিপাহী সুমন রেজা স্বর্ণ পদক; ৩০ কি.মি. রোড ইনডিভিজুয়াল মহিলায় সিপাহী নিশি খাতুন স্বর্ণ পদক; ৫০০ মিটার টাইম ট্রায়াল মহিলা বিভাগে সিপাহী নিশি খাতুন স্বর্ণ পদক; ১০০০ মিটার টাইম ট্রায়াল পুরুষ বিভাগে সিপাহী সুমন রেজা রৌপ্য পদক; ১২০০ মিটার অলিম্পিক স্প্রিন্ট মহিলা বিভাগে সিপাহী নিশি খাতুন, সিপাহী নাজনীন আক্তার এবং সিপাহী সোনিয়া আক্তার তাম্র পদক এবং ২০০০ মিটার ইনডিভিজুয়াল টাইম ট্রায়াল মহিলা বিভাগে সিপাহী নয়ন মনি তাম্র পদক অর্জন করেন ।

বিআরইউ
 

Link copied!