Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মানুষের মাঝে বেঁচে থাকার মাধ্যম সমাজ সেবা: ডা. দীপু মনি

নিজস্ব প্রতিবেদক:

নিজস্ব প্রতিবেদক:

মার্চ ১২, ২০২৪, ০৪:০৯ পিএম


মানুষের মাঝে বেঁচে থাকার মাধ্যম সমাজ সেবা: ডা. দীপু মনি

সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, সমাজ সেবা মনে প্রশান্তি আনে, মানুষের জন্য ভালোবাসার সৃষ্টি করে, ত্যাগের মনোভাব তৈরি করে এবং লোভ, লালসা, বিরাগী বিদ্বেষ থেকে দূরে রাখে । এরকম মানুষ সবার প্রিয় হয়ে ওঠে। তাই  মানুষের মাঝে বেঁচে থাকার মাধ্যম সমাজ সেবা।

মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে নবযোগদানকৃত সমাজসেবা অফিসারদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী নতুন কর্মকর্তাদের সততা, দেশপ্রেম, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের আহ্বান জানান।

অনুষ্ঠানে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রেখা রানী বালো, যোবায়দা রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

বিআরইউ

Link copied!