Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

জাতীয় স্মৃতিসৌধে দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতির শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মার্চ ২৬, ২০২৪, ১১:২০ এএম


জাতীয় স্মৃতিসৌধে দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতির শ্রদ্ধা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী বীর শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের প্রধান বিচারপতির কার্যভার পালনরত বিচারপতি এম ইনায়েতুর রহিম।  

মঙ্গলবার (২৬ মার্চ) ভোর ৬টা ১০ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা।

পরে বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ‘স্মৃতি চিরঞ্জীব’-এ সকাল পৌনে ৮টায় প্রধান বিচারপতির কার্যভার পালনরত বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতিরা পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

স্বাধীন বাংলাদেশ এবার ৫৪ বছরে পা দিল।

হাজার বছরের সংগ্রামমুখর বাঙালি জাতি পরাধীনতার শৃঙ্খল ভেঙে ১৯৭১ সালের ২৬ মার্চ কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জন করে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন।

আরএস

Link copied!