Amar Sangbad
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪,

আজও ৭ বিভাগে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ৮, ২০২৪, ০২:০৫ পিএম


আজও ৭ বিভাগে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

সোমবারও রংপুর ছাড়া দেশের সাত বিভাগে হালকা বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও হতে পারে কালবৈশাখী ঝড়। তবে আগামীকাল (মঙ্গলবার) থেকে বৃষ্টি দূর হয়ে তাপমাত্রা কয়েক ডিগ্রি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার রংপুর ছাড়া সব বিভাগেই কম-বেশি বৃষ্টি হয়েছে। সঙ্গে হয়েছে কালবৈশাখী। ঝড়ে বিভিন্ন অঞ্চলে ঘরবাড়ি ও গাছপালার ক্ষয়ক্ষতি ছাড়াও হতাহতের ঘটনা ঘটেছে। বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় হতে পারে আজও।

তীব্র গরমে দুর্বিষহ হয়ে উঠেছিল জনজীবন। সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছিল। তীব্র আকার ধারণ করেছিল তাপপ্রবাহ। এ অবস্থায় ঝড়-বৃষ্টিতে ক্ষয়ক্ষতি হলেও গত কয়েক দিনের টানা গরম থেকে মিলেছে স্বস্তি।

রোববার সবচেয়ে বেশি ২৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে সাতক্ষীরায়। অন্যদিকে রোববার সকাল থেকেই ঢাকার আকাশ ছিল মেঘলা, রাজধানীর কোথাও কোথাও হালকা বৃষ্টিও হয়েছে। সোমবারও সকাল থেকে ঢাকার আকাশ মেঘে ঢাকা। তবে দুপুর পর্যন্ত তেমন বৃষ্টির দেখা মেলেনি।

রোববার দেশে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ৭ ছিল রাজশাহীতে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তবে মঙ্গলবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছেন এ আবহাওয়াবিদ।

অন্যদিকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আরএস

 

Link copied!