নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৯, ২০২৪, ০৫:০০ পিএম
নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৯, ২০২৪, ০৫:০০ পিএম
বৃষ্টির তাপমাত্রা কমার পর আবারও বাড়তে শুরু করেছে। মঙ্গলবার (৯ এপ্রিল) ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ চাঁদ না দেখা গেলে আগামী বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর হবে। ওই দিন সকালের দিকে তাপমাত্রা কিছুটা সহনীয় থাকলেও দুপুরের দিকে তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ গণমাধ্যমকে বলেন, `তাপমাত্রা বৃদ্ধির যে প্রবণতা আজ শুরু হয়েছে, এটা এখন আর কমবে না। আগামীকালও তাপমাত্রা বাড়তে পারে। ঈদুল ফিতর বৃহস্পতিবার হতে পারে বলে মনে করা হচ্ছে। ওই দিন তাপমাত্রা কমবে না।`
তিনি আরও বলেন, `বৃহস্পতিবার সকালের দিকে তাপমাত্রা খুব না–ও বাড়তে পারে। তবে দুপুরের পর থেকেই তাপমাত্রা বেড়ে যাবে। ওই দিন রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক স্থানে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহেরও সম্ভাবনা আছে।`
আরএস