Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ঢাকা সফরে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ১৮, ২০২৪, ০৯:১২ এএম


ঢাকা সফরে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব

ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা বাংলাদেশ সফরে আসছেন। এ সময় তার সফরসঙ্গী হিসেবে সাথে থাকবেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তারা।

সূত্র জানিয়েছে, শনিবার তার ঢাকা আসার কথা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর চূড়ান্ত করতেই তার এ সফর।

ভারতের লোকসভা নির্বাচনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেদেশে যাওয়ার কথা রয়েছে। মূলত আগামী জুলাইয়ের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা রয়েছে। এজন্য ভারতের পক্ষ থেকে প্রস্তাব করা হবে বলে ধারণা দিয়েছেন দুই দেশের কর্মকর্তারা।

ঢাকা সফরে কোয়াত্রা বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন। এফওসির সিদ্ধান্ত বাস্তবায়ন ও অগ্রগতি নিয়ে সর্বশেষ গত নভেম্বরে দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হয়েছিল।

পররাষ্ট্র সচিবের সাথে বৈঠকের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কোয়াত্রার সৌজন্য সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।

ইএইচ

Link copied!