Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

চলতি মাসে ৫ লাখ গাছ লাগাবে ছাত্রলীগ

আমার সংবাদ ডেস্ক:

আমার সংবাদ ডেস্ক:

এপ্রিল ২১, ২০২৪, ০৩:১৫ পিএম


চলতি মাসে ৫ লাখ গাছ লাগাবে ছাত্রলীগ

চলমান তীব্র গরম থেকে মুক্তি এবং টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনের লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ চলতি মাসের আজ (২১ এপ্রিল) থেকে ৩০ এপ্রিল পর্যন্ত  ১০ দিনে ৫ লক্ষের অধিক বৃক্ষরোপণের কর্মসূচি ঘোষণা করছে।

শনিবার ( ২০ এপ্রিল ) সংগঠনটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য দেয়া হয়।

রোববার (২১ এপ্রিল) থেকে মঙ্গলবার (৩০ এপ্রিল) পর্যন্ত সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবে ছাত্রলীগ। এই ১০ দিনে ৫ লাখ বৃক্ষরোপণ করবে সংগঠনের নেতাকর্মীরা।

এছাড়াও পরিবেশ দিবস-২০২৪ উপলক্ষ্যে এক কোটি বৃক্ষরোপণ করে গিনেজ বুকস অফ ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্তির কর্মসূচি পরিকল্পনা রয়েছে সংগঠনটির।

 

নেতাকর্মীদের যেসব নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ:

১. চলতি এপ্রিল মাসের ২১-৩০ তারিখের মধ্যে এই কর্মসূচি শেষ করতে হবে।

২. কৃষি বিশেষজ্ঞ ও সরকারের কৃষি বিভাগ থেকে প্রয়োজনীয় নির্দেশনা ও সহযোগিতা নিয়ে উপযুক্ত স্থানে নিয়মমাফিক বৃক্ষরোপণ করবে।

৩. শুষ্ক মৌসুমে নিয়মিত গাছে পানি দিতে হবে।

৪. রোপনকৃত বৃক্ষের পরিচর্যা করতে হবে।

৫. প্রতিটি উপজেলা ইউনিট এক হাজার এবং প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ইউনিট ৫০০ বৃক্ষরোপণ করবে।

৬. বৃক্ষরোপণের মাধ্যমে উপজেলা পর্যায় ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে হবে।

৭. বৃক্ষরোপণের ছবি, ভিডিও সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে।

একইসাথে বাংলাদেশ ছাত্রলীগের প্রত্যেক নেতা-কর্মী ও অন্যান্য সাংগঠনিক ইউনিটকে নিজ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের নির্দেশনা প্রদান করা হয়েছে।

বিআরইউ

Link copied!