Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

অবশেষে ঢাকায় বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মে ২, ২০২৪, ০৯:৩২ পিএম


অবশেষে ঢাকায় বৃষ্টি

নগরবাসীর কাছে এর আগে কখনো বৃষ্টি এতটা প্রার্থিত ছিল কি না কারও জানা নেই। টানা তীব্র গরমে নাকাল নগরবাসীর বৃষ্টি ছুঁয়ে প্রশান্তির খোঁজার আকুতি যেন শেষ হচ্ছিল না। অবশেষে নগরে ধরা দিল বহু আকাঙ্ক্ষি সেই বৃষ্টি।

বৃহস্পতিবার (২ মে) রাত ৯টার দিকে রাজধানীর বিভিন্ন স্থানে শুরু হয় বৃষ্টি।

ঢাকায় বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। ‌ রাত ৮টা থেকেই মেঘ ডাকতে শুরু করে। বজ্রের ঝলকানিতে আলোকিত হয়ে ওঠে আকাশ। বৃষ্টি যে খুবই কাছে, তা আর বুঝতে বাকি থাকে না গরমক্লিষ্ট এ নগরের মানুষের কাছে। তাই মেঘের ডাক শুনে অনেকের মন আনন্দ নেচে ওঠে। বৃষ্টিতে ভেজার প্রস্তুতি নিতে থাকেন কেউ কেউ।

রাত ৯টার দিকে রাজধানীর বিভিন্ন অঞ্চলেরশুরু হয় হালকা বৃষ্টি। এরপর ক্রমে বাড়তে থাকে বৃষ্টির তীব্রতা। অবশ্য ১৫ মিনিট পর বৃষ্টি অনেকটা থেমেও যায়। কোথাও কোথাও বৃষ্টির সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া। স্বস্তির বৃষ্টি দেখে অনেকেই উচ্ছ্বাসে ভিজতে নেমে যান।

আরএস

Link copied!