Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪,

মিয়ানমারের আরও ৪০ বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয়

আমার সংবাদ ডেস্ক:

আমার সংবাদ ডেস্ক:

মে ৪, ২০২৪, ০৩:০৬ পিএম


মিয়ানমারের আরও ৪০ বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয়
ছবি: সংগৃহীত

দেশের টেকনাফ সীমান্ত দিয়ে নতুন করে বাংলাদেশে প্রবেশ করেছে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) আরও ৪০ সদস্য।

শুক্রবার (০৩ মে) মধ্যরাতে সাবরাংরাংয়ের আচার বুনিয়া দিয়ে ১৪ জন এবং নাজিরপাড়া সীমান্ত দিয়ে ২২ জন বাংলাদেশে প্রবেশ করে। এছাড়া নাজির পাড়া দিয়ে আরও ৪ জন বিজিপি সদস্য আশ্রয় নেয়।

নির্ভর যোগ্য সূত্র বলছে, শুক্রবার রাতে দুই দফায় আশ্রয় নেওয়া বিজিপি সদস্যদের নিরস্ত্র করে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। তারপর বাস যোগে প্রথম ১৪ জনকে হ্নীলা উচ্চ বিদ্যালয়ে রাখা হয়। এদিন রাতে আরও ২২ জনকে একই স্থানে রাখা হয়। বাকি ৪ জনকে নিরস্ত্রীকরণ করে একই স্থানে রাখা হবে বলে জানা গেছে।

সর্বশেষ বাংলাদেশে আশ্রয় নেওয়া ২৮৮ জন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী ও সেনা সদস্যকে ফেরত পাঠায় বাংলাদেশ।

বিআরইউ

Link copied!