Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ছয়দিন সারাদেশে ঝড় বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মে ৬, ২০২৪, ১১:০৮ এএম


ছয়দিন সারাদেশে ঝড় বৃষ্টির পূর্বাভাস

অতি তীব্র তাপপ্রবাহের পর দেশে চলছে ঝড়বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এ অবস্থা আরও ছয়দিন অব্যাহত থাকবে।

সোমবার সকাল ১০টার দিকে গণমাধ্যমে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এর আগে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দুপুর ১টার মধ্যে ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিমি বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই এসব এলাকার নৌবন্দরগুলোতে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া রংপুর এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

ইএইচ

Link copied!