Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

যে কারণে ডিবি কার্যালয়ে মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মে ১৮, ২০২৪, ০৯:১৮ পিএম


যে কারণে ডিবি কার্যালয়ে মামুনুল হক

হেফাজত ইসলামের নেতা মামুনুল হক প্রায় আড়াই ঘণ্টার মত সময় ধরে ডিবি কার্যালয়ে ছিলেন। পরে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে তিনি সেখান থেকে বের হয়ে যান।

শনিবার রাতে সাংবাদিকদের তিনি জানান, তার ব্যক্তিগত মোবাইল ফোন নেওয়ার জন্য তিনি ডিবি কার্যালয়ে এসেছিলেন।

মামুনুল হক বলেন, আমাকে যখন গ্রেপ্তার করা হয়েছিল তখন মামলার আলামত হিসেবে আমার মোবাইল ফোনটি জব্দ করা হয়েছিল। সেই মোবাইল ফোনটি নিতে আমি আজকে ডিবি কার্যালয়ে এসেছি।

ডিবি কার্যালয়ে মামলা সংক্রান্ত কোনও বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কী-না জানতে চাইলে তিনি বলেন, আমাকে ডিবি ডাকেনি এবং মামলা সংক্রান্ত কোনও বিষয়ে জিজ্ঞাসাবাদ করেনি।

ইএইচ

Link copied!