ববি প্রতিনিধি:
মে ২৬, ২০২৪, ০১:৫০ পিএম
ববি প্রতিনিধি:
মে ২৬, ২০২৪, ০১:৫০ পিএম
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ মে) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।
এসময় উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, সত্যিকার অর্থে বাংলা সাহিত্যের প্রতিটি বাঁকে মিশে আছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম । তাঁকে বাদ দিলে বাংলা সাহিত্য নির্জীব। তিনি মিশে আছেন আমাদের জীবনের সাথে, জীবন বোধের সাথে। তিনি সমতার কবি, সাম্যের কবি। কাজী নজরুল ইসলাম বিশ্বমানবতার কবি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শারমিন আক্তার, সহযোগী অধ্যাপক সঞ্জয় কুমার সরকার এবং সহযোগী অধ্যাপক মোহসিনা হোসাইন। বাংলা বিভাগের চেয়ারম্যান উন্মেষ রায়ের সভাপতিত্বে সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী, প্রক্টর ড. আব্দুল কাইউমসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সাকিবুল হাসান। এছাড়াও অনুষ্ঠানে বাংলা বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় পরিবেশিত হয় নজরুল সঙ্গীত।
বিআরইউ