Amar Sangbad
ঢাকা রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫,

ঘূর্ণিঝড় রেমাল

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মে ২৭, ২০২৪, ১০:৩৮ এএম


দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘূর্ণিঝড় রেমাল ইতোমধ্যে আঘাত হেনেছে দেশের উপকূলে। ফলে সাগর-নদী উত্তাল। এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)।

রোববার রাত ১০টা থেকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয় বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ।

বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়তে শুরু করেছে। ঝড়ো বাতাসে উত্তাল হয়ে উঠছে পদ্মা। তাই দুর্ঘটনা এড়াতে এই রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

এর আগে, রেমালের প্রভাবে রোববার সকাল সাড়ে ৯টা থেকে এই রুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছিল।

ইএইচ

Link copied!