Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪,

ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব: সারাদেশে ৫ জনের মৃত্যু

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২৭, ২০২৪, ০১:২২ পিএম


ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব: সারাদেশে ৫ জনের মৃত্যু

দেশের উপকূল অতিক্রম করছে প্রবল ঘূর্ণিঝড় রেমাল। অতিপ্রবল এ ঘূর্ণিঝড়টি পুরোপুরি অতিক্রম করতে আরও কয়েক ঘণ্টা লাগতে পারে।

তবে ঘূর্ণিঝড়টির প্রভাব থাকবে আরও ৬ থেকে ৭ ঘণ্টা। এরপর এই ঘূর্ণিঝড়টি গভীর নিম্নচাপে পরিণত হয়ে দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে।

ঘূর্ণিঝড়ের তাণ্ডবে সোমবার সকাল পর্যন্ত বরিশাল, পটুয়াখালী, সাতক্ষীরা ও ভোলা ও চট্টগ্রামে ৫ জনের মারা যাওয়ার খবর পাওয়া গেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। অন্যদিকে মোংলায় ট্রলারডুবিতে নিখোঁজ রয়েছে শিশুসহ দুইজন।

সকাল সোয়া ৮টায় আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, ‘প্রবল ঘূর্ণিঝড় রেমাল ১০টা অথবা ১১টার মধ্যে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এরপর এটি নিম্নচাপে পরিণত হবে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সারাদেশেই আজ বৃষ্টি হবে।’

ঘূর্ণিঝড় নিয়ে আবহাওয়ার ১৮ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রবল ঘূর্ণিঝড় রেমাল উত্তর দিকে অগ্রসর হয়ে উপকূল অতিক্রম সম্পন্ন করে বর্তমানে কয়রা ও খুলনার নিকট অবস্থান করছে।

ইএইচ

Link copied!